স্বদেশ ডেস্ক:
বিশ্বখ্যাত প্যারিসের আইফেল টাওয়ারে বোমাতংকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিয়ে টাওয়ারের তৃতীয় তলা থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টাওয়ারের দায়িত্বে নিয়োজিত একটি সংস্থা বলেছে, ইতিমধ্যে বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞরা ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। একজন মুখপাত্র বলেছেন, এমন পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপ স্বাভাবিক কিন্তু এতে এ ধরনের ঘটনা বিরল।
১৮৮৭ সালের জানুয়ারিতে আইফেল টাওয়ারের নির্মাণকাজ শুরু হয় এবং শেষ হয় ১৮৮৯ সালের মার্চ মাসে।