রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

এলপিএল খেলতে দেশ ছাড়লেন লিটন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

স্বদেশ ডেস্ক:

শীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে আজ (শনিবার) দুপুরে দেশ ছাড়লেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। চলমান এলপিএলে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের দল গল টাইটান্সের হয়ে খেলবেন লিটন। গল টাইটান্স দলে আছেন আরেক বাংলাদেশী ব্যাটার মোহাম্মদ মিঠুন।

শনিবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিমানের সিটে বসা একটা সেলফি পোস্ট করে লিটন লিখেছেন, ‘কলম্বোর পথে।’

সদ্যই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে দেশে ফিরেন লিটন। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৮ ম্যাচে ২১ দশমিক ৭১ গড় ও ১০০ দশমিক ৬৬ স্ট্রাইক রেটে ১৫২ রান করেন তিনি। ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি লিটনের দল সারে জাগুয়ার্স।

এবারের এলপিএলে খেলেছেন আরেক বাংলাদেশী ব্যাটার তৌহিদ হৃদয়। ৮ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র থাকায় দেশে ফিরেছেন তিনি। জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে একটি হাফ-সেঞ্চুরিতে দলের পক্ষে সর্বোচ্চ ১৫৫ রান করেছেন হৃদয়। এলপিএলে গল টাইটান্সের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮৩ রান ও ৬ উইকেট নিয়েছেন সাকিব। এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি মিঠুনের।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ