বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

রাহুল গান্ধীর ‘ফ্লাইং কিস’ নিয়ে বিতর্কের ঝড়

রাহুল গান্ধীর ‘ফ্লাইং কিস’ নিয়ে বিতর্কের ঝড়

স্বদেশ ডেস্ক:

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। তবে রাহুলের বিরুদ্ধে ওঠা ফ্লাইং কিসের অভিযোগ একবারে উড়িয়ে দিয়েছেন বিহারের নারী কংগ্রেস সংসদ সদস্য নীতু সিং।

গত বুধবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেন, অনাস্থা প্রস্তাবের আলোচনা চলাকালীন তাদের দিকে ফ্লাইং কিস ছুড়েছেন রাহুল গান্ধী। এরপর থেকেই রাহুলের এমন আচরণ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশটির রাজনৈতিক মহলে। এ নিয়ে বিজেপির সংসদ সদস্যরা স্পিকারের কাছে অভিযোগও জানিয়েছেন।

তবে এর জবাবে বিহারের এমপি নীতু সিং বলেন, আমাদের নেতা রাহুল গান্ধীর জন্য অল্পবয়সী মেয়েদের অভাব নেই। যদি ফ্লাইং কিস দেওয়ারই লাগে তাহলে তো কমবয়সী কাউকেও দিতে পারতেন। ৫০ বছর বয়সী নারীকে কেন ফ্লাইং কিস দেবেন?

নীতু এ সময় জানিয়ে দেন, রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বিহারের কংগ্রেস নেত্রীর এমন মন্তব্যের ভিডিও দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নীতুর এ ভিডিও শেয়ার করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। কংগ্রেস এমপির মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস আসলে নারীবিদ্বেষী দল। সভাকক্ষে রাহুল গান্ধী যে সমস্ত ভুলভ্রান্তি করেছেন, সেগুলোর সপক্ষেও যুক্তি দিচ্ছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমনন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আলোচনা চলাকালীন নারী সংসদ সদস্যদের দিকে ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে।

এ নিয়ে স্মৃতি অভিযোগ করেন, আজকে রাহুল গান্ধী যা করেছেন, সংসদের একজন পুরুষ সদস্য এমন আচরণ আগে কখনও করেননি। এখানে নারীর মর্যাদা রক্ষায় আইন প্রণয়ণ হয়, সেখানে অধিবেশন চলাকালীন একজন পুরুষের নারীবিদ্বেষী আচরণ করলেন। আমার প্রশ্ন, এই ক্ষেত্রে কী শাস্তি দেওয়া উচিৎ?

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877