বুধবার, ১৫ মে ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোদির জবাবী ভাষণে বিরোধীদের আক্রমণ, অধীররঞ্জন কেন বক্তা তালিকায় নেই তা নিয়ে প্রশ্ন

মোদির জবাবী ভাষণে বিরোধীদের আক্রমণ, অধীররঞ্জন কেন বক্তা তালিকায় নেই তা নিয়ে প্রশ্ন

স্বদেশ ডেস্ক:

অনাস্থা প্রস্তাবের জবাবী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের তীব্র আক্রমণ করে বললেন, ওরা ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠছেন। আমি কেন মণিপুর যাইনি সেই আলোচনার থেকেও ওরা নিজেদের দুর্নীতি ঢাকতে এবং দুর্নীতি করতে বেশি ব্যস্ত। মণিপুর নিয়ে ওরা হোমওয়ার্ক করেনি। করলে দেখতেন আজকের মণিপুরের হিংসা কংগ্রেস দ্বারা তৈরি।

বিরোধীরা মণিপুর নিয়ে মাথা ঘামাচ্ছেন, সারা ভারতের দিকে তাদের দৃষ্টি নেই। ভারত যে ক্রমশঃ উন্নয়নের পথে তা তারা ভুলে গেছেন। দু’হাজার আঠাশ সালে  তারা যখন আবার অনাস্থা প্রস্তাব আনবেন ততদিনে  ভারত অর্থনৈতিকভাবে বিশ্বে তৃতীয় স্থান লাভ করবে।  কংগ্রেস কেন অধীর চৌধুরীকে প্রাথমিকভাবে বক্তার তালিকায় রাখেনি মোদি তাই নিয়ে খেদোক্তি করেন- কলকাতা থেকে কোনও ফোন কল কি এসেছিলো?

বলাই বাহুল্য, মোদি মমতা বন্দোপাধ্যায়ের কথা বলার চেষ্টা করেছেন। মোদির আগেই অধীর চৌধুরী বক্তব্য রাখেন এবং মোদির তীব্র সমালোচনা করেন। অধীর চৌধুরীর নাম প্রাথমিক বক্তার তালিকায় না থাকলেও তিনি বক্তব্য রাখেন অতিরিক্ত বক্তা হিসেবে।

মোদি অধীরের এই পরিণতিতে দুঃখ প্রকাশ করেন। মোদির বক্তব্যে এদিন ছিল বিরোধীদের প্রতি কটাক্ষও।

তিনি বলেন, বিরোধীদের অনাস্থা আমাদের জন্য আশীর্বাদ। শুধু আক্ষেপ একটাই- সময় থাকা সত্ত্বেও বিরোধীরা হোমওয়ার্ক করে আসেন নি। যথাযথ হোমওয়ার্ক করা থাকলে ওরা দেখতেন, মণিপুরের হিংসা কংগ্রেসের সৃষ্টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877