স্বদেশ ডেস্ক:
শুটিং সেটের একটি ঘটনা নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও আরশ খান। শুরুতে অভিযোগ আনা হয়, চমক শুটিং সেটে নির্মাতা আদিব হাসান ও ইউনিটের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এরপর একে একে বেরিয়ে আসে নানা ঘটনা। সঙ্গে আলোচনায় আসে অভিনেতা মাসুম বাশারের নামটিও। যদিও দুর্ব্যবহারের বিষয়টি অস্বীকার করে চমক অভিযোগের তীর ছোড়েন সহশিল্পী আরশ খানের দিকে।
চমকের কথায়, ‘নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। একটা সময় আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। তবে সে আমার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছিল। আর এ কারণে তার সঙ্গে আমার দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এসব কথা ছড়িয়েছেন।’
আক্ষেপ করে এই অভিনেতা বলেন, ‘আমার জীবনে শুটিং সেটে এরকম ঘটনা কখনো ঘটেনি। মেয়েটি শুটিং সেটে কান্না আর চিৎকার করে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলল, এটি আমার জন্য বড় অপমানের।’
মাসুম বাশার আরও বলেন, ‘এ ধরনের আচারণ আমার সঙ্গে আগে কেউ করেনি। মেয়েটি আমাকে নিয়ে যা বলছে, সবই মিথ্যা। আমি নাকি তাকে মারতে যাচ্ছিলাম। সে যতগুলো কথা বলেছে সবই মিথ্যা। এখন দেখা যাক, অভিনয় শিল্পী সংঘ কী করে। আমার সংগঠনের প্রতি আস্থা আছে। আমি দেখেছি, আমাকে নিয়ে মিথ্যা ঘটনা ছড়ানো হচ্ছে, কিন্তু সংগঠন আমাকে বলেছে কথা না বলতে। আমি তাদের কথা শুনেছি।’
উল্লেখ্য, অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং ইউনিটের লোকজন ও সহশিল্পীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে গত শুক্রবার। ঘটনাটি ঘটে ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে। অভিনেত্রী চমকের দাবি, অভিনেতা মাসুম বাশারসহ সেটের লোকজন তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। বিষয়টি গড়ায় থানা পর্যন্ত। সেখানে হাজির হন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ততক্ষণে বন্ধ হয়ে যায় নাটকের শুটিং। বিষয়টি নিয়ে নাট্য সংগঠন ডিরেক্টর গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ-এ লিখিত অভিযোগ করা হয়।