স্বদেশ ডেস্ক:
দুর্নীতির অভিযোগ উঠেছে টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত জাহান। ফ্ল্যাট দুর্নীতির এ অভিযোগ মাথায় থাকা অবস্থাতেই ‘বার্বি’ লুকে সুংমিং পুলে উত্তাপ ছড়ালেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গ্রেটা গারউইগের পরিচালিত রায়ান গসলিং ও মারগট রবি অভিনীত হলিউড ছবি ‘বার্বি’র ঝড় বইছে। এর প্রভাব পড়েছে ভারতেও। দেশটির শোবিজ তারকা থেকে রাজনীতিবিদ, অনেকেই গা ভাসাচ্ছেন ‘বার্বি’ ট্রেন্ডে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারা ‘বার্বি’ সাজছেন। এবার ‘বার্বি’ লুকে দেখা গেল নুসরাতকে।
উল্লেখ্য, সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে সম্প্রতি ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাংবাদিক সম্মেলনে করে এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন নুসোত। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি জানান, ঋণের টাকায় ফ্ল্যাট কেনা হয়েছে। সেই ঋণও শোধ করা হয়েছে। এছাড়া ২০১৭ সালেই অভিযুক্ত সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বলেও জানান। ‘মিডিয়া ট্রায়াল’-এর অভিযোগ তুলে সংবাদমাধ্যমকেও একহাত নেন নুসরাত।