বুধবার, ২৮ মে ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা থাকল না পাকিস্তানের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ভারতে ওয়ানডে বিশ্বকাপের আর বাকি নেই ২ মাসও। এতদিন অনিশ্চয়তা ছিল দেশটি বৈরি সম্পর্কের ভারতে খেলতে যেতে পারবে কি না। কারণ, ভারতে যেতে অবশ্যই দরকার ছিল সরকারের সবুজ সংকেতের। এজন্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সেই চিঠির পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। অবশেষে সেই কমিটির সুপারিশে পাকিস্তান দলের ভারতে যাওয়ার সিদ্ধান্ত আলোর মুখ দেখল।

আজ রোববার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান আগে থেকেই বলে আসছে, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। তাই আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ দেশটি তার ক্রিকেট দলকে ভারত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’ খবর পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির।

বিবৃতিতে ভারতকে খোঁচা দিয়ে বলা হয়েছে, ‘পাকিস্তানের সিদ্ধান্ত দেশটির গঠনমূলক এবং দায়িত্বশীল মনোভবেরই প্রতিফলন। অন্যদিকে, একরোখাভাবে এশিয়া কাপের জন্য ভারত তার ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকার করেছিল।’

যদিও ভারতে দেশটির ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান সরকার। বলেছে, ‘আমরা এই উদ্বেগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় কর্তৃপক্ষকে জানাচ্ছি। আমরা আশা করি ভারত সফরে পাকিস্তান ক্রিকেট দলের পূর্ণ নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ