সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

কেমন পোশাক পরেন, জানালেন সারা আলি খান

কেমন পোশাক পরেন, জানালেন সারা আলি খান

স্বদেশ ডেস্ক:

বলিউড অভিনেত্রী সারা আলি খান নবাব পরিবারের উত্তরসূরী। দাদা মনসুর আলি খান পতৌদি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছাড়াও ছিলেন একজন নবাব। মনসুর আলি খানের ছেলে বলিউড সুপারস্টার সাইফ আলি খানের মেয়ে সারা। নবাবি উত্তরাধিকারীর চাল-চলন, পোশাক-আশাকও নবাবি ঢঙেরই হবে সেটাই স্বাভাবিক। তবে সারা বলছেন, খুব দাবি পোশাকের প্রতি আগ্রহ নেই তার।

সম্প্রতি ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ভোগকে দেওয়া সাক্ষাৎকারে সারা আলি খান জানিয়েছেন, তিনি ফুটপাত থেকেও কেনাকাটা করেন। এ ছাড়া তার ওয়ারড্রবে নাকি একটিও ডিজাইনারের পোশাক (যে পোশাকগুলো ডিজাইনার দিয়ে ডিজাইন করা হয়) নেই।

বিষয়টি শুধু কথার কথা নয়, সারাকে ফুটপাতে কেনাকাটা করতে বহুবার দেখা গিয়েছে।

ভোগকে সারা আলি খান বলেন, ‘বিমানবন্দরে যেতে হবে কিংবা অন্য কোথাও- আমি গোসল করে খোলা চুলেই বের হয়ে পড়ি। মেকআপও করি না যদি না প্রয়োজন হয়। এ প্রজন্মের তারকা হিসাবে আমি আমার শিল্পী সত্ত্বা নিয়ে গর্বিত ‘

তিনি বলেন, ‘আমার আলমারিতে একটাও ডিজাইনার পোশাক নেই। ডিজাইনার পোশাকের থেকে গর্বের সঙ্গে সততা দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করি। আমি জানি, এই কারণেই শুরুর দিকে আমাকে নিয়ে লোকজন নানা কথা বলেছেন। তবে এখন আমাকে আমি যেমন সেভাবেই সবাই দেখেন, আমার প্রশংসাও করেন। আর আমার এই জীবনযাপনের সঙ্গে লোকজন নিজেদের সঙ্গে আমাকে মেলাতেও পারেন। তাতে আমি খুশি।’

এদিকে সারা আলি খানের এমন কথা শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, সারা মিথ্যা কথা বলছেন। কেউ বলছেন, মোটেও মিথ্যা বলেননি সারা।

সারার মন্তব্য তুলে ধরে একজন লিখেছেন, ‘সারা যেভাবে আর পাঁচজন সাধারণের সঙ্গে নিজেকে মেলাতে চাইছেন, তা বিব্রতকর!’। একজন লিখেছেন, ‘সারা যেভাবে কথা বলছেন তাতে তিনি বোঝাতে চাইছেন যে তিনি আসলেই কোনও রাজকন্যা নন। জোর করে নিজেকে সাধারণ প্রমাণ করা কিই বা আছে বুঝতে পারি না!’

একজনের দাবি, ‘তারর ওয়ারড্রোবে একটাও ডিজাইনার পোশাক নেই, এমন দাবি করা অতিরঞ্জিত।’ একজন লিখেছেন, ‘সাইফের পরিবারের নাকি ১৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি, আর সারা বলছেন তার ডিজাইনার পোশাক নেই!’ তবে কেউ কেউ বলছেন, ‘সারা মিথ্যা বলছেন না, কারণ, সারাকে কখনো দামি পোশাকে দেখা যায় না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877