শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিশুকে চুমু খাচ্ছে বিশালাকার সাপ……!!!

শিশুকে চুমু খাচ্ছে বিশালাকার সাপ……!!!

স্বদেশ ডেস্ক: সাপের কথা আলোচনা হলেই কি আপনার গায়ে কাঁটা দেয়? খুব ভয় পান? কিন্তু একটি শিশু তাতে ভয় পায় না। বরং তার খেলার সঙ্গীই ওই সাপ। তবে বিষধরও তাকে দিব্যি পছন্দ করেন। দিনরাত নানা ভয়ংকর খেলায় মেতে থাকে দু’জনে। অবাক লাগলেও, এটাই বাস্তব। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে দেখছেন সেই ওই ভিডিও দেখে আঁতকে উঠছেন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি শিশু কাচের দেওয়ালে পিঠ দিয়ে বসে আছে। হলুদ রংয়ের পাইথন কাচ বেয়ে নেমে তার গায়ের উপরে পঙল। মুহূর্তের মধ্যে শিশুর মুখের সামনে চলে আসে বিষধর সরীসৃপ। প্রিয় বন্ধুর মতো শিশুকে আদর করতে শুরু করে সাপটি। কপালে চুমুও দিতে দেখা যায় বিষধর সরীসৃপটিকে। তবে তাতে শিশুটি একটুও ভয় পায়নি। পরিবর্তে হাসিমুখে গোটা ঘটনাই উপভোগ করছে সে। মাত্র ১৭ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় ছডড়য়ে পড়েছে ভিডিওটি। ১২ সেপ্টেম্বর পোস্ট হওয়া ওই ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় কুডড় লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। শেয়ার এবং লাইকের ঝঙ বইছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877