বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে: ভারত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশের আগামী সংসদীয় নির্বাচন নিয়ে মন্তব্য করেছে ভারত। দেশটি আজ বৃহস্পতিবার জানিয়েছে, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে তার ভিত্তিতে নির্বাচন ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারণ করতে হবে।

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, সারা বিশ্বই এ নিয়ে মন্তব্য করতে পারে কিন্তু ভারত তো ভারতই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করল ভারত। অরিন্দম বাগচি এ সময় বলেন, বাংলাদেশে কী ঘটে- এর প্রভাব তাদের ওপর পড়ে।

তিনি বলেন, দেখুন, আমার মনে হয় নির্বাচন ঘিরে ওই দেশে বহু ধরনের তৎপরতা চলছে। অনেকেই অনেক মন্তব্য করছেন। অবশ্যই ভারত এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এ নিয়ে অরিন্দম বাগচি বলেছেন, অবশ্যই এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।

এ সময় তিনি আরও বলেন, আমরা আশা করি সেখানে নির্বাচন পরিকল্পনামাফিক হোক। সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ