স্বদেশ ডেস্ক: সপ্তাহ দুয়েক হল দলের অন্যতম অভিজ্ঞ, ভরসাযোগ্য সদস্য কারাবন্দি। আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত পি চিদম্বরমের পাশে রয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এবার তাঁর পাশে দাঁঙাতে তিহাঙ জেলে যাচ্ছেন দলের অন্তর্র্বতী সভানেত্রী সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং।
আইএনএক্স মিডিয়া মামলায় আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ায় একেবারে সাধারণ বন্দিদের মতোই তিহাঙ জেলে রয়েছেন তিনি। এমনকী ৭৪তম জন্মদিনও কাটাতে হয়েছে জেলবন্দি হয়ে। তবে সেখান থেকেও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয়। ফেসবুক, টুইটারে কেন্দ্রীয় সরকারকে প্রায়শয়ই আক্রমণ করছেন। রবিবারই একটি টুইটে তিনি সিবিআইকে একহাত নিয়েছেন। চিদম্বরম প্রভাবশালী এবং প্রভাব খাটিয়ে বেরিয়ে যেতে পারেন বলে সিবিআই আশঙ্কা প্রকাশ করে। তারই জবাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘জেনে বিস্মিত হচ্ছি যে কেউ কেউ ভাবছেন, আমার হঠাৎ দুটি সোনালি ডাঙা গজাবে এবং আমি জেল থেকে চাঁদে উড়ে যাব!’
গত সপ্তাহে তাঁর সঙ্গে তিহার জেলে গিয়ে দেখা করেছিলেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ এবং আহমেদ প্যাটেল। সমস্ত জটিলতা কাটিয়ে, আইনি লঙাই শেষে চিদম্বরম জয়ী হবেন বলেই তাঁরা আশ্বাস দিয়েছিলেন।এবার দলের নেতার পাশে গিয়ে দাঁঙাচ্ছেন দলের একেবারে শীর্ষ দুই নেতানেত্রী সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং। সূত্রের খবর, বেলার দিকে তাঁর সঙ্গে তিহাঙ জেলে গিয় দেখা করেন এঁরা। সঙ্গে ছিলেন চিদম্বরমপুত্র কার্তিও। যাতে দু সপ্তাহ ধরে জেলবন্দি থেকে চিদম্বরমের মনোবল ভেঙে না যায়, যথাযথ মানসিক শক্তি নিয়ে তিনি লঙাইয়ে এগিয়ে যেতে পারেন, সে বিষয়ে তাঁকে চাঙ্গা করতেই সোনিয়া, মনমোহনের তিহাড়ে যাওয়া বলে মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে চিদম্বরমের পক্ষে আইনি লঙাইয়ে জেতা বেশ কঠিন। বিশেষত তাঁর বিরুদ্ধে যেমন শক্তপোক্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে আছে, সেসব খন্ডন করা তাঁর মতো দুঁদে আইনজীবীর পক্ষেও বেশ চ্যালেঞ্জিং। ফলে কতদিন তাঁকে তিহাঙ জেলে থাকতে হবে, তার কোনও আন্দাজ নেই।