মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

মিমের ‘দিগন্তে ফুলের আগুন’

মিমের ‘দিগন্তে ফুলের আগুন’

স্বদেশ ডেস্ক:

আগামী ৮ সেপ্টেম্বর বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে। সাইবার থ্রিলার ঘরনার এই সিনেমাটি নির্মাণ করেছেন ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। বর্তমানে এর প্রচারণার পরিকল্পনায় ব্যস্ত ‘অন্তর্জাল’ টিম। তবে এর মধ্যেই নতুন কাজে মন দিলেন মিম।

আজ মঙ্গলবার নতুন সিনেমার শুটিং শুরু করেছেন মিম। নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এতে মিমকে দেখা যাবে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর ভূমিকায়।

মিমের ভাষ্য, ‘নতুন সিনেমার গল্পটি অসাধারণ। এতে আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে ছবির গল্প তৈরি হয়েছে। আমার বিশ্বাস, গল্পটি সবার ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে ও ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তা তৃপ্তি দেবে। এই ছবির গল্পটি ঠিক তেমনই।’

এদিকে, মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমায় সহশিল্পী হিসেবে আছেন সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও মোশন পিপল স্টুডিও লিমিটেড’র প্রযোজনায় আরও অভিনয় করেছেন মাশরুর ইনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দারসহ অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877