স্বদেশ ডেস্ক:
চীনে শক্তিশালী টাইফুন ডোকসুরির আঘাতে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন লাখ লাখ মানুষ। আজ রোববার চীনের রাজধানীতে ডোকসুরি প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বাসিন্দাদের সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার থেকে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় তাণ্ডব চালাচ্ছে ডোকসুরি। এর আগে ফিলিপাইনে তাণ্ডব চালিয়ে চীনে আঘান আনে টাইফুনটি। ফিলিপাইনে এই ঝড়ের কারণে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর মিলেছে।
বেইজিংয়ে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ২৭ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ২০ হাজারকে সরানো হয়েছে শিজিয়াঝুং থেকে।
চীনের উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষকে সোমবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে যা দেশটির সর্বোচ্চ সতর্কতা। ২০১১ সালের পর এই প্রথমবারের মতো এত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
বেইজিংয়ের বাসিন্দাদের প্রয়োজন ব্যতীত বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ফরবিডেন সিটি, লাইব্রেরি এবং জাদুঘর সহ রাজধানীর অনেক জনপ্রিয় সাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তিয়ানানমেন স্কোয়ারের কাছে অবস্থিত পারফর্মিং আর্টসের জন্য বিস্তৃত ন্যাশনাল সেন্টার রবিবারের জন্য নির্ধারিত অপেরা এবং সংগীত পরিবেশনা বাতিল করেছে।
ডোকসুরিকে প্রাথমিকভাবে একটি সুপার টাইফুন হিসাবে আখ্যা দেওয়া হয়। এই সপ্তাহের শুরুতে যখন প্রশান্ত মহাসাগরে এটি সৃষ্টি হয়, তখন এটি বিশাল এলাকা জুড়ে ছিল এবং শক্তিশালী ছিল। তবে ফিলিপাইনের কাছাকাছি আসার পর এটি কিছুটা তীব্রতা হারায়।