মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

বিপদে পড়ে পরীর সঙ্গে যোগাযোগ করলেন রাজ

বিপদে পড়ে পরীর সঙ্গে যোগাযোগ করলেন রাজ

স্বদেশ ডেস্ক:

কলকাতার নন্দন মঞ্চে চলছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে ‘পরাণ’ ও ‘দামাল’ নিয়ে অতিথি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। তবে সেখানে গিয়েই পড়লেন বিপদে। হারিয়েছেন তার মুঠোফোন। তাই বাধ্য হয়ে যোগাযোগ করলেন স্ত্রী পরীমণির সঙ্গে।

জানা যায়, গতকাল শনিবার রাতে সিনেমা দেখতে গিয়েছিলেন শরিফুল। তখনই ঘটনাটি ঘটে। চারদিকে হন্যে হয়ে খুঁজেও মেলেনি তার মুঠোফোন। এ ঘটনার পরই সহকারীর ফোন থেকে স্ত্রী পরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এই অভিনেতা।

সূত্র বলছে, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে পরীকে মেসেজ করেন। আর বিষয়টি স্বীকারও করেছেন এই চিত্রনায়িকা। তার কথায়, ‘সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে যখন প্রয়োজন হয়, তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।’

এদিকে, শরিফুল রাজকে অন্য এক ভূমিকায় পাওয়া গেছে কলকাতায়। বেশ কিছু সাক্ষাৎকারে স্ত্রীকে মিস করার কথাও বলেছেন রাজ। ছেলে রাজ্যের পাশে না থাকতে পারার আক্ষেপও করেছেন তিনি।

জানা গেছে, আগামী ১০ আগস্ট এক বছর বয়স হবে রাজ্যের। তাই অনেক কিছু পরিকল্পনা করছেন পরী। যে বিষয়গুলোতে থাকবেন শরিফুল রাজও।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877