সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সুজন ব্রেন স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন। গত কমিটিতে তিনি আইন উপ-সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন।

আজ শনিবার ছাত্রলীগের সহ-সভাপতি রনি মোহাম্মদ আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শেখ সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান হলে থাকতেন। গতকাল একটার পর স্যার এএফ রহমান হলের নিজস্ব রুমে হঠাৎ ব্রেন স্ট্রোক করেন। পরবর্তীকালে তাকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রনি মোহাম্মদ আমাদের সময়কে বলেন, গতকাল দুপুরে নিজ রুমে একটার পর এ ঘটনা ঘটে। পরে ল্যাবএইড হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। তবে আশঙ্কাজনক অবস্থা নেই। ডাক্তার বলেছেন, ব্রেনের সেন্ট্রালে রক্তক্ষরণ হয়েছে। ফলে এখন সার্জারি করা পসিবল না। ব্রেনের ডান পাশটা অনেকটা ইনএক্টিভের মতো। কেউ ডাক দিলে মানুষকে চিনে, তবে কথা বলতে পারেনা। থেরাপি নিতে নিতে সুস্থ হয়ে যাবে। তবে সেজন্য সময় লাগবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ