স্বদেশ ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর উদ্যোগে ও নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) ও স্টেট বিএনপির সমর্থনে গত ২৫ জুলাই জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র আহবায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক ওলিউল্লাহ আতিকুর রহমান, বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মকসুদুল হক চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মিসেস মমতাজ আলো, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) যুগ্ম আহবায়ক সোরহাব হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবী এবং প্রবাসেও সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্ছারণ করেন। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহনকারীরা সরকার বিরোধী নানা শ্লোগান দেয় এবং সরকারের পদত্যাগ সহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবী করেন। সমাবেশ শেষে বিভিন্ন দাবী দাওয়া সম্বেলিত একটি স্বারকলীপি জাতিসংঘ মহাসচিব বরাবরে প্রেরণ করা হয় বলে আহবাব চৌধুরী খোকন ইউএনএ প্রতিনিধিকে জানান।
উক্ত বিক্ষোভ সমাবেশে উল্লেখযোগ্য নেতা-কর্মীর মধ্যে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর)-এর যুগ্ম আহবায়ক এ জি এম জাহাঙ্গীর হোসেন, শরিফুল হক খালিশদার, সৈয়দ গৌছুল হোসেন, এ আর মাহবুব, মানিকুজ্জামান মানিক, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)-এর যুগ্ম আহবায়ক রহুল আমিন নাসির, আলমগীর মীর্জা, নাসির উদ্দিন, রেজবুল কবির, রিপন মিয়া জহুরা বেগম, শেখ জহির, নিউইয়র্ক স্টেট বিএনপি’র যুগ্ম আহবায়ক নাসিম হোসেন, কাওছার দেওয়ান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলী, ব্রঙ্কস বিএনপির (পূর্ব) আহবায়ক মোঃ লিয়াকত আলী, ব্রঙ্কস (পশ্চিম) বিএনপি’র আহবায়ক আনোয়ারুল আলম ভুইয়া, সদস্য সচিব এম রহমান দুলাল, মাসুদ পারভেজ মুক্তা, মোশারফ হোসেন, আব্দুল মুক্তাদির, আবু বক্কর সিদ্দিক, শরীফ হোসেন নীরব, ম্যানহাটন শাখা বিএনপি’র যুগ্ম আহবায়ক কবির আহমদ, আজিজুল হক, মোজাম্মেল হক চৌধুরী হাসান, সুলেমান সরকার, ব্রঙ্কস (দক্ষিন) বিএনপি’র সদস্য তরিকুল ইসলাম প্রিন্স, জামাল হোসেন, ফারদিন রনি, মোঃ মহসিন প্রমুখ।