শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নেতাকর্মীরা শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছে : শামীম ওসমান

নেতাকর্মীরা শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছে : শামীম ওসমান

স্বদেশ ডেস্ক:

নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জের ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী দিয়ে ইতোমধ্যে এ মাঠ পুরো ভরে গেছে। যেকোনো অবস্থান মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে এবং সেটি আমরা করব, তবে শান্তিপূর্ণভাবে।’

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ঢাকায় শান্তি সমাবেশে ৬০ হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন শামীম ওসমান।

এ সময় বৃষ্টি উপেক্ষা করে শামীম ওসমান ও নেতাকর্মীদের স্লোগান দিতে দিতে সমাবেশে অবস্থান নিতে দেখা যায়।

শামীম ওসমান আরো বলেন, ‘আমরা প্রমাণ করে দিতে চাই, নারায়ণগঞ্জের মাটি এক সময়ে আওয়ামী লীগের ঘাটি ছিল এবং এখনো আছে। আমরা মনে করি, উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে আমাদের জনতা আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।’

এর আগে সকাল থেকে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা ৩৫০ বাস ও ট্রাক এবং বিভিন্ন পরিবহনযোগে ঢাকায় সমাবেশের উদ্দেশে রওনা দেন। পরে সবাই জড়ো হয়ে শামীম ওসমানের নেতৃত্বে শান্তি সমাবেশে যোগ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877