শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

ইনজেকশন নিয়েছেন তামিম, শিগগির-ই যোগ দিতে পারেন দলের সাথে

ইনজেকশন নিয়েছেন তামিম, শিগগির-ই যোগ দিতে পারেন দলের সাথে

স্বদেশ ডেস্ক:

সমর্থকদের জন্য আনন্দের সংবাদ৷ অস্বাভাবিক কিছু না ঘটলে বিশ্বকাপে যাচ্ছেন তামিম ইকবাল খান। এশিয়া কাপও খেলবেন তিনি। সে লক্ষ্যেই অপারেশন এড়িয়ে ইনজেকশন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে সাময়িক মুক্তি মিলতে পারে চোট থেকে, ফলে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন আশা করা যাচ্ছে।

চোট কাটিয়ে ক্রিকেটে ফিরতে তামিমের সামনে পথ ছিল দুটো। হয় ইনজেকশন নিয়ে খেলতে হবে, নয়তো যেতে হবে ছুরি-কাঁচির নিচে। অপারেশন করলে মিলবে একেবারেই মুক্তি, তবে সেই ক্ষেত্রে সম্ভাবনা ছিল বিশ্বকাপ মিস হবার। ফলে সবকিছু বিবেচনায় ইনজেকশনেই সমাধান খুঁজে নিয়েছেন তামিম।

পিঠের চোট নিয়ে বেশ কয়েক মাস যাবত ভুগছিলেন তামিম। মিস করেছিলেন জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজও। এই চোট কাটাতে সম্প্রতি লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক টনি হ্যামন্ডের সাথে যোগাযোগ করেন তামিম। তামিম ও বিসিবিকে হ্যামন্ড জানান, বাংলাদেশ ওপেনারের চোট ফোর্থ ও ফিফথ লাম্বার স্পাইন ভার্টিব্রার (এল-ফাইভ) মাঝের ডিস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

যার অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই। তবে ইনজেকশনের মাধ্যমে ব্যথা থেকে মাস তিনেক রেহাই পেতে পারেন তামিম। জানা গেছে, গতকালই তাকে বিশেষ একটি ইনজেকশন দিয়েছেন হ্যামন্ড। এরপর তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন টনি হ্যামন্ড নিজেই।

সব কিছু ঠিক থাকলে ৩১ তারিখের মধ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার কথা রয়েছে তামিমের। আর ফিটনেস পরীক্ষায় পাস করলে এশিয়া কাপ ও বিশ্বকাপে তামিমকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে, এমনটাই তো আগেই জানিয়ে রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877