শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য ৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য ৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

স্বদেশ ডেস্ক:

কোরিয়া প্রজাতন্ত্রের সরকার বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তার জন্য ২০২৩ সালে তিন মিলিয়ন মার্কিন ডলার দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

বুধবার (২৬ জুলাই) ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস জানিয়েছে, এ বছরের মানবিক সহায়তা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা যেমন- ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি ও ইউনিসেফের মাধ্যমে দেয়া হবে।

২০১৭ সাল থেকে কোরিয়া প্রজাতন্ত্রের সরকার বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় বাংলাদেশে রোহিঙ্গাদের এবং তাদের স্বাগতিক সম্প্রদায়গুলোকে বার্ষিক তিন থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে যাচ্ছে।

জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) সমর্থনে এলপিজি, শিক্ষা ও খাবারের ব্যবস্থাসহ গত ছয় বছরে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়েছে।

দূতাবাস বলেছে, কোরিয়া প্রজাতন্ত্রের সরকার শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপ সমর্থন করে এবং রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন সমর্থন করে।

সূত্র : ই্উএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877