স্বদেশ ডেস্ক:
আগামী কাল ২৭ জুলাইয়ের ঢাকার মহাসমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ বুধবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
এ সময় সমাবেশ সফল করতে আসা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এই ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে আগামী শুক্রবার ২৮ জুলাই যোগ দিয়ে সরকারের পতনকে তরান্বিত করবেন।
এদিকে আগামী কাল ২৭ জুলাই মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। পূর্ব ঘোষিত এ সমাবেশের স্থানের জন্য বিএনপির পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দু’টি পছন্দের স্থানের নাম দেয়া হয়। একটি নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। অপরটি সোহরাওয়ার্দী উদ্যান। জনদুর্ভোগের কথা তুলে ধরে ডিএমপির পক্ষ থেকে নয়া পল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
তবে ডিএমপির পক্ষ থেকে গোলাপ বাগের মাঠে করার পরামর্শ দেয়া হয়। কিন্তু এতে বিএনপি রাজি না হয়ে সমাবেশ একদিন পিছিয়ে নেয়ার ঘোষণা দেয়।