স্বদেশ ডেস্ক:
আইপিএলে দুবার ডাক পেয়েও খেলতে যাওয়া হয়নি। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) পেয়েছিলেন খেলার প্রস্তাব। কিন্তু জাতীয় দলের সূচি থাকায় এসব লিগে নাম লেখাননি তিনি। মুলতান সুলতান এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ছিল তার।
বর্তমানে তাসকিন খেলছেন জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে। জিম্বাবুয়ের এই টুর্নামেন্টে খেলা অবস্থায়ই শ্রীলংকান প্রিমিয়ার লিগ থেকে ডাক পেয়েছেন এই বাংলাদেশি পেসার।। ডাম্বুলা অরার হয়ে খেলার কথা ছিল এই তারকার। তবে ডাক পেলেও লংকান লিগে খেলা হচ্ছে না তাসকিনের।
সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। পেসার তাসকিনের তাই ফিট থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু লংকান লিগে খেললে তাকে টানা খেলার মধ্যে থাকতে হবে। সেই ধকল তাসকিন নিতে পারবেন কি না সেটিই বিবেচনায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লংকান লিগে খেলার ছাড়পত্র দেওয়া হচ্ছে না তাকে।
জানা গেছে, লঙ্কান লিগে খেললে প্রায় ৭০ লাখ টাকার মতো পেতেন তাসকিন। সেজন্য বিসিবির পক্ষ থেকে এই পেসারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিসিবির বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। যদিও ক্ষতিপূরণের পরিমাণ জানা যায়নি।