স্বদেশ ডেস্ক:
এবার রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার অংশীদার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হকের কর্মচারী মোহাম্মদ আবুল কালামের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব-৩।
আজ মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার নারিন্দার লালমোহন সাহা স্ট্রিটের ৮৩/১ নম্বর বাড়িতে এ অভিযান শুরু করে র্যাব-৩ এর একটি আভিযানিক দল। আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতার কর্মচারী মোহাম্মদ আবুল কালামের বাসায় অভিযান চলছে। সেখানেও একটা ভল্টের সন্ধান পাওয়া গেছে। ওই ভল্টে এক হাজার টাকার অসংখ্য বান্ডিল পেয়েছে র্যাব। তবে টাকাগুলো এখনও গণনা সম্ভব হয়নি।
ক্যাসিনো ও অবৈধ জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এর আগে গতকাল সোমবার মধ্যরাত থেকে র্যাব-৩ সূত্রাপুরের বানিয়া নগরে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা এনামুল হক ও রুপন ভূঁইয়ার বাসায় অভিযান চালায়।
অভিযান শেষে মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার এনামুল হক ক্লাব থেকে পাওয়া টাকা বাসায় এনে রাখতেন। সূত্রাপুরের বানিয়া নগরের নিজ বাড়িতে তিনি টাকা রাখার জন্য ভল্ট বানিয়েছেন। তবে সেখানেও টাকা রাখার জায়গা হতো না। তাই টাকা দিয়ে স্বর্ণালংকার কিনতেন। এনামুল হক স্থানীয় আওয়ামী লীগ নেতা। র্যাব তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ৫ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে।