স্বদেশ ডেস্ক:
চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি স্কুলের জিমনেসিয়ামের ছাদ ধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। ওই জিমনেসিয়ামটি মেয়েদের ভলিবলের একটি টিম ব্যবহার করছিল। প্রত্যক্ষদর্শীরা বলেছেন নিহতদের বেশির ভাগই শিশু। তবে সরকারিভাবে এ বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। আশপাশের হাসপাতালে ছুটে গেছেন উদ্বিগ্ন অভিভাবকরা। হেইলংজিয়াং প্রদেশের ওই জিমনেসিয়ামের ভিতর ১৯ জন অবস্থান করছিল ঘটনার সময়।
কিন্তু তার মধ্য থেকে মাত্র ৮ জনকে জীবিত পাওয়া গেছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, আগ্নেয়গিরির এক রকম কাচ ওই ভবনটির ছাদে স্তূপ করে রাখা হয়েছিল, যাতে তা বৃষ্টির পানিকে চুষে নেয়। এর ফলেই ছাদটি ধসে গেছে বলে প্রাথমিক তথ্যে বলা হয়েছে। ওদিকে উদ্ধার অভিযানে যথাযথ যোগাযোগে ঘাটতি আছে বলে অভিভাবকরা প্রশ্ন তুলেছেন।