বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

‘নীল পাখি’ সরিয়ে ‘এক্স’ আনলেন ইলন মাস্ক

‘নীল পাখি’ সরিয়ে ‘এক্স’ আনলেন ইলন মাস্ক

স্বদেশ ডেস্ক:

বদলে গেল টুইটারের লোগো। চিরচেনা ‘নীল পাখি’র জায়গায় টুইটারের লোগো এখন ‘এক্স’। আজ সোমবার এ লোগো উম্মোচন করেছে টুইটার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, টুইটারের মালিক ইলন মাস্ক ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো প্ল্যাটফর্মটির নতুন লোগো উন্মোচন করেছেন। এতে নীল পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে।

আজ সোমবার সকালে এক টুইটে লিন্ডা বলেন, ‘এক্স চলে এসেছে! চলুন এগিয়ে যাই।’

ইলন মাস্কের দেওয়া তথ্য অনুযায়ী টুইটারের পোস্টকে এখন থেকে এখন টুইট বলা হবে না। এখন থেকে টুইটার পোস্টকে বলা হবে এক্স’এস। তিনি তার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে নতুন লোগো যুক্ত করেছেন এবং টুইটার বায়োতে তিনি লিখেছেন এক্স.কম।

ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি ‘এক্স’ নামে একটি ‘সুপার অ্যাপ’ তৈরি করতে চান। নতুন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যটফর্ম গড়ার বিষয়ে তিনি গত কয়েক মাস ধরেই বলে আসছলেন।

গতকাল রোববার মাস্ক বলেন, তিনি টুইটারের লোগো বদলে ফেলতে চান। টুইটে তিনি বলেন, ‘শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ডের লোগো পরিবর্তন করব, ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877