বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
ভারতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব মুসলিম শূন্য, যা বললেন ক্ষুব্ধ ওয়াইসি

ভারতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব মুসলিম শূন্য, যা বললেন ক্ষুব্ধ ওয়াইসি

স্বদেশ ডেস্ক:

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি রোববার বলেছেন, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইন্টেলিজেন্স ব্যুরোর সিনিয়র নেতৃত্বে কোনো মুসলিম নেই। এ বিষয়টি মুসলিমদের মনে সন্দেহ জাগিয়েছে।

দ্য এশিয়ান এজ-এর একটি সংবাদ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আইবি ও আরঅ্যান্ডএডব্লিউ এখন একচেটিয়া সংখ্যাগরিষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আপনি ক্রমাগত মুসলমানদের থেকে আনুগত্য আশা করবেন। আবার তাদের সমান সহ-নাগরিকের মর্যাদা দেবেন না। তবে এটা তো মুসলমানদের মনে সন্দেহ জাগাবেই।

দ্য এশিয়ান এজ-এর সংবাদটি ছিল এমন,

‘কয়েক দশক পরে দেশের ইন্টেলিজেন্স ব্যুরোতে গুরুত্বপূর্ণ পদে কোনো সিনিয়র মুসলিম আইপিএস অফিসার থাকবে না। প্রিমিয়ার ইন্টেলিজেন্স এজেন্সির শেষ মুসলিম আইপিএস অফিসার এস এ রিজভি (বিশেষ পরিচালক) গত সপ্তাহে তার কার্যকাল থেকে অব্যাহতি নিয়েছেন। তাকে এখন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে।

লক্ষ্য করা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে আইবিতে মুসলিম আইপিএস অফিসারের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। অথচ আগের শাসনে একজন আসিফ ইব্রাহিম আইবি ডিরেক্টরের পদে উন্নীত হতে পেরেছিলেন। একজন রফিউল আলম আসাম ক্যাডারের আইপিএস অফিসার এজেন্সিতে ডেপুটেশনের সময় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পেরেছিলেন।’

সূত্র : সিয়াসত ডেইলি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877