রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

‘নিষেধাজ্ঞা দেবে দাও, ভিসানীতি দেবে দাও’

‘নিষেধাজ্ঞা দেবে দাও, ভিসানীতি দেবে দাও’

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ভিসানীতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নিষেধাজ্ঞা দেবে দাও, ভিসানীতি দেবে দাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল-ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে। আমাদের দেশকে বাঁচাবে।’

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নোয়াখালীতে ফখরুল এসে হুমকি-ধামকি দিয়ে গেছেন। নোয়াখালী একসময় বিএনপির ঘাঁটি ছিল। এখন আওয়ামী লীগের ঘাঁটি। আমার আগে বিএনপি নেতারা কোনো কাজ করে নাই। আমি আমার কাজের ওয়াদার শর্ত পূরণ করেছি, চাকরি দিয়েছি। আমি ভালো করলে আগামী নির্বাচনে আমাকে ভোট দেবেন। ৪ মাস পর জাতীয় নির্বাচন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জামায়াত-বিএনপির কেউ আগুন দিতে গেলে সেই হাত আগুনে পুড়িয়ে দেবেন।’

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে বলে এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন, ‘কবিরহাট উপজেলায় মাদ্রাসা, স্কুল, কলেজ ভবন চাহিদামত ওবায়দুল কাদের করেছেন। কবিরহাট বাজারে একটি বাইপাস সড়ক দরকার। বিএনপির উন্নয়ন মানে গ্রেনেড হামলা, গাড়ি পোড়ানো।’

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ নিজাম হাজারী, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইস এম ইব্রাহীম, যুবলীগ সভাপতি আবির, ছাত্রলীগ নেতা রিয়াদ, সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877