বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

নুর-রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলা

নুর-রাশেদের বিরুদ্ধে ভবন মালিকের মামলা

স্বদেশ ডেস্ক:

রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে অবস্থিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক (নুর) ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ভবনের মালিক মশিউর জামান মামলাটি দায়ের করেন।

মামলাটি করেছেন পুরানা পল্টন এলাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের ভবন মালিক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৭৫ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সাথে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দলটির সভাপতি নুরুল হক নুর নেতাকর্মীদের সাথে নিয়ে কেচিগেট ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের বের করে দেয়।

এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সন্ধ্যায় নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ এসে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে নুরুল হক ও এক নারী কর্মী আহত হয়েছেন। পুলিশ নেতাদের বের করে দিয়ে কার্যালায়ে পুনরায় তালা ঝুলিয়ে দিয়েছে। গণঅধিকার পরিষদের দু’পক্ষের মধ্যে বিবাদ নিয়ে ওই কার্যালয়ের মালিক মিয়া মশিউজ্জামান প্রধান ফটকে নতুন কেচিগেট লাগিয়ে দিয়ে তালা ঝুলিয়ে দেন। ওই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশের করতে চেষ্টা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে বাধা দিলে ধস্তাধস্তি হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পুলিশ আমাদের কোনো নিরাপত্তা দেয়নি। উল্টা তারাই আমাদের উপর হামলা করেছে। তারা আমাদের কার্যালয় ছাড়া করার চেষ্টা করেছে।

এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু করে গণঅধিকার পরিষদের কার্যালয় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে শেষ হয়। এতে ছাত্র যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877