রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

১২ মাসের জন্য নিষিদ্ধ শেন ওয়ার্ন

১২ মাসের জন্য নিষিদ্ধ শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক:

এক বছরের জন্য নির্বাসিত হলেন শেন ওয়ার্ন৷ আগামী এক বছর ড্রাইভিং করতে পারবেন না কিংবদন্তি অজি লেগ-স্পিনার৷ গত দু’ বছরে ছ’বার গাড়ির গতি সীমা লঙ্ঘন করায় সোমবার ওয়ার্নকে এই শাস্তি দেয় আদালত৷

ম্যাজিস্ট্রেট আদালত যে তথ্য দিয়েছে, তাতে বলা হয়েছে কিংবদন্তি লেগ-স্পিনার গত বছর লন্ডনে জাগুয়ার চালানোর সময় সর্বোচ্চ গতির সীমা লঙ্ঘন করেছিলেন৷ ঘণ্টায় ৬৪ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়েছেন ওয়ার্ন৷ এক বছরের নির্বাসনের পাশাপাশি বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে আদালত৷

ডেপুটি ডিস্ট্রিক্ট জর্জ আদ্রিয়ান টার্নার বলেন, ‘নির্বাসন ও জরিমানার উদ্যেশ হল জনগণকে রক্ষা করা৷ এপ্রিল, ২০১৬ থেকে গত বছর অগস্ট পর্যন্ত ছ’বার গতির উর্ধ্ব সীমা লঙ্ঘন করেছে ওয়ার্ন৷ তিনবারের মধ্যে ১৫ পয়েন্ট ওর অ্যাকাউন্টে যোগ হয়েছে৷ ফলে আমি ওকে নির্বাসন করতে বাধ্য হয়েছি৷ এক্ষেত্রে ১২ মাস নির্বাসন হওয়া বাধ্যতামূলক৷’ এই নির্বাসনের ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী আগামী এক বছর ইউরোপের কোনও দেশে ড্রাইভ করতে পারবেন না৷

বিতর্ক পিছু ছাড়ছে না ওয়ার্নের৷ বছর পঞ্চাশের সাবেক এই অজি লেগ-স্পিনার বাইশ গজের বাইরে বারবার বিতর্কে জড়িয়েছেন৷ বরং বিতর্কে থাকতে ভালোবাসেন ওয়ার্ন৷ যৌন কেচ্ছায় সম্প্রতি খবরের শিরোনামে ছিলেন কিংবদন্তি লেগ-স্পিনার৷ উত্তর-পশ্চিম লন্ডনের সম্ভ্রান্ত এলাকায় এখন নিজরে বাড়িতে থাকেন ওয়ার্ন। কিন্তু তার কর্মকাণ্ডে লজ্জিত ওয়ার্নের প্রতিবেশিরা৷

তিন পতিতাকে নিয়ে ওয়ার্নের ফ্ল্যাটে হাজির হয়েছিলেন তার বান্ধবী৷ সারা রাত ধরে চলে পার্টি। চারজনের সঙ্গে সারা রাত উন্মত্ত যৌন ক্রিয়ায় মাতেন ওয়ার্ন। বাড়ির সব জানলা-দরজা খোলা রেখে এমন কাণ্ড ঘটান কিংবদন্তি স্পিনার৷ তার বান্ধবী ও তিন যৌন কর্মীর শিত্কারে সারা রাত ঘুমোতে পারেননি ওয়ার্নের প্রতিবেশিরা। সকালে উঠে বান্ধবীদের নিয়ে বেরিয়ে যান ওয়ার্ন।

জানা যায়, যে ওয়েবসাইট সার্ভিস থেকে দেবিনা ও পপি নামের দুই এসকর্ট এসেছিলেন তাদের রেট প্রতি দু’ঘন্টার যথাক্রমে ৪৫০ পাউন্ড ও ৫০০ পাউন্ড। মাস খানেক আগেই ২১ বছর বয়সী লাভ আইল্যান্ডের প্রতিযোগীকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ফ্লার্ট করেছিলেন ওয়ার্ন। এই প্রতিযোগী ছিলেন তার বড় মেয়ের চেয়েও বয়সে ছোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877