স্বদেশ ডেস্ক:
গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় ৩৯ জন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা জারি করা ব্যক্তিরা সবাই মধ্য আমেরিকার দেশের নাগরিক। ইতোমধ্যে তাদের ব্যাপারে মার্কিন কংগ্রেসে প্রতিবেদন জমা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।
বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, নিকারাগুয়া, হন্ডুরাস এবং এল সালভাদরের। ৩৯ জনের মধ্যে ১০ জন গুয়াতেমালার, ১০ জন হন্ডুরাসের, ১৩ জন নিকারাগুয়ার এবং ৬ জন এল সালভেদরের।
কংগ্রেসে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, এই ব্যক্তিরা তাদের দেশের দুর্নীতি করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যহত করেছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই নীতি অনুযায়ী, ভোটের অনিয়মের সঙ্গে জড়িত কোনো বাংলাদেশিকে ভিসা দেবে না বলে জানায় দেশটি।