স্বদেশ ডেস্ক:
পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফির পরিচালনায় এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ মুক্তিকে সামনে রেখে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এর নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এবার সেখানেই পশ্চিমবঙ্গের জনপ্রিয় রেডিও জকি ও টিভি উপস্থাপক মীর আফসার আলির মুখোমুখি হলেন তারা।
নির্মাতা রাফি বলেন, ‘আমরা একটি ভিডিও শোতে অংশ নিয়েছি। যেখানে ছিলেন মীর আফসার আলি। মূলত, ছবির প্রচারে আমরা আরও কিছু কাজে যোগ দেব।’
এদিকে, পশ্চিমবঙ্গের পাশাপাশি একই দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসেও মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। সেখানে এর পরিবেশনার দায়িত্বে আছে বায়স্কোপ ফিল্মস। দ্বিতীয় সপ্তাহে সারা আমেরিকাজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।