স্বদেশ ডেস্ক:
নানান জটিলতা পেরিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে এশিয়া কাপের চূড়ান্ত সূচি। দীর্ঘ অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। পরের দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
প্রকাশিত সূচিতে গ্রুপপর্বে বাংলাদেশ দুই ম্যাচ খেলবে দুই দেশে। প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট ক্যান্ডিতে, পরের ম্যাচ ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে। দুই ম্যাচের মাঝে মোটে দুইদিন সময় পেতে যাচ্ছে টাইগাররা, ভ্রমণ ক্লান্তির ফলে যা বেশ কঠিন হবে নিঃসন্দেহে।
একই সমস্যার সম্মুখীন হবে সুপার ফোরেও। গ্রুপপর্ব পেড়িয়ে সুপার ফোরে উঠলেও দুটি ভিন্ন দেশে বাংলাদেশকে খেলতে হবে দুদিনের মধ্যে। ৬ সেপ্টেম্বর লাহোরের পর ৯ সেপ্টেম্বর খেলতে হবে কলম্বোতে।
গ্রুপ পর্বে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি গবে ২ সেপ্টেম্বর। ম্যাচটি গড়াবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। দুটি দলই সুপার ফোর উঠতে পারলে আরো একবার দেখা যাবে এই তাদের লড়াই। কলম্বোতে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে দুই দল।
যদি ভারত ও পাকিস্তান ফাইনাল খেলে তাহলে কয়েকদিনের ব্যবধানে তিনবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দল। উল্লেখ্য ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ১৭ সেপ্টেম্বর, কলম্বোতে।
এশিয়া কাপের সূচি
৩০ আগস্ট, পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট, বাংলাদেশ-শ্রীলঙ্কা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর, পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর, বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর, ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর, আফগানিস্তান-শ্রীলঙ্কা, লাহোর
সুপার ফোর
৬ সেপ্টেম্বর, এ১-বি২, লাহোর
৯ সেপ্টেম্বর, বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর, এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর, এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর, এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর, এ২-বি২, কলম্বো
ফাইনাল
১৭ সেপ্টেম্বর, সুপার ফোর১-সুপার ফোর২, কলম্বো