শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

ইমার্জিং টিমস এশিয়া কাপ সেমিফাইনাল: নিশ্চিত হলো বাংলাদেশের প্রতিপক্ষ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

স্বদেশ ডেস্ক:

আগেই নিশ্চিত হয়েছিল ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের সেমিফাইনাল। আজ বুধবার নিশ্চিত হলো প্রতিপক্ষ। শুক্রবার কলম্বোয় ফাইনালে ওঠার লড়াইয়ে সাইফ হাসানরা খেলবেন ভারতের বিপক্ষে। অপর সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

আজকের ভারত–পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তানের ‘এ’ দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটি হয়েছে একপেশে। ম্যাচটি ভারত জেতে ৮ উইকেটের বড় ব্যবধানে।

প্রথমে ব্যাট করে ৪৮ ওভারে ২০৫ রান তোলে পাকিস্তান। সর্বোচ্চ ৪৮ রান করেন কাসিম আকরাম, ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে আসে ৩৫ রান। ভারতের হয়ে ৪২ রানে ৫ উইকেট নেন ডানহাতি পেসার রাজবর্ধন হাংগারগেকার।

রান তাড়ায় ভারতের জয়ের সম্ভাবনা একবারও সংশয়ে পড়েনি। ৫৮ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও দ্বিতীয় উইকেটে ৯৯ রান যোগ করে জয়ের মূল ভিত গড়ে দেন সাই সুদর্শন ও নিকিন জোশে। ৫৩ রানের ইনিংস খেলে জোসে আউট হয়ে গেলেও সুদর্শন মাঠে ছিলেন জয় নিশ্চিত করা পর্যন্ত।

 

সর্বশেষ আইপিএল ফাইনালে ৪৭ বলে ৯৬ রানের ইনিংস খেলা সুদর্শন আজ পাকিস্তানের বিপক্ষে মাঠ ছাড়েন ১০৪ রানে। ১০ চার ও ৩ ছয়ে ১১০ বলে খেলা ইনিংসটি তার লিস্ট এ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

৮০ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় ভারত। ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান দ্বিতীয়। অন্য দিকে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা উভয় দলের পয়েন্ট সমান চার হলেও রানরেটে পিছিয়ে বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হওয়ায় অপর গ্রুপের সেরা দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হবে সাইফদের।

২১ জুলাই সেমিফাইনালের পর শিরোপা নির্ধারণী ম্যাচ ২৩ জুলাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ