স্বদেশ ডেস্ক:
হিজাব না পরায় দুই বছরের কারাদণ্ড দেয়া হলো এক ইরানি অভিনেত্রীকে। জানা গেছে ওই অভিনেত্রীর নাম আফসানা বেগান। ইরানি আইন অনুযায়ী, জনসমক্ষে নারীদের বাধ্যতামূলক হিজাব পরতে হয়। কিন্তু তিনি হিজাব না পরে মাথায় একটি হ্যাট পরে বাইরে বের হন। ফার্স নিউজ জানিয়েছে, ইরানের হিজাব আইনের সঙ্গে তার পোশাক সাংঘর্ষিক হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়েছে।
তবে এখনই তাকে কারাগারে যেতে হবে না। আদালত নির্দেশ দিয়েছে, তিনি বাইরে থাকতে পারবেন। তবে তাকে প্রতি সপ্তাহে হাজিরা দিতে হবে। পাশাপাশি তাকে বাধ্যতামূলক ‘মানসিক স্বাস্থ্য কেন্দ্রে’ যেতে হবে, যাতে করে তার মানসিক ‘অসুস্থতা’ দূর হয়। তিনি যে সুস্থ হয়েছেন, তা নিশ্চিত করতে ওই কেন্দ্র থেকে একটি সনদও নিতে হবে তাকে। এছাড়া দুই বছরের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তার জন্য।এই সময়ের মধ্যে তিনি ইরানের বাইরে যেতে পারবেন না।
জানা গেছে, আফসানা বেগানের বয়স ৬১ বছর। তিনি একটি সিনেমার সেটে হিজাব ছাড়া আসেন এবং সেই ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এরপরই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ইরানি আইন অনুযায়ী প্রকাশ্যে হিজাব পরা বাধ্যতামূলক। যদিও এই আইন অত কড়াকড়িভাবে প্রয়োগ করা হয় না দেশটিতে। তবে হিজাব ছাড়া ছবি অনলাইনে প্রকাশ করলে তা বিপদের কারণ হয়ে উঠতে পারে ইরানি নারীদের জন্য।