বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:০১ অপরাহ্ন

হৃদয়কে আউট করে অশালীন মন্তব্য করায় শাস্তি পেলেন ওমরজাই

হৃদয়কে আউট করে অশালীন মন্তব্য করায় শাস্তি পেলেন ওমরজাই

স্বদেশ ডেস্ক:

এ যেনো ‘মরার উপর খাঁড়ার ঘা’। এমনিতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে চাপে আফগানিস্তান, পেয়েছে ধবলধোলাইয়ের স্বাদ। তার ওপর এবার নেমে এলো শাস্তির খড়গ। তবে সবাই নয়, কোচ জোনাথন ট্রট আজমতউল্লাহ ওমরজাইকে জরিমানা করেছে আইসিসি।

সিলেটে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন সময়ে দুটি পৃথক ঘটনার জেরে শাস্তির আওতায় এলেন তারা।

দুজনেরই ১৫ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। শুধু জরিমানা নয়, একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন দু’জনে।

ওমরজাই শাস্তি পান ম্যাচের শেষ দিকে তাওহীদ হৃদয় গালি দিয়ে। বাংলাদেশ দল যখন জয়ের দ্বারপ্রান্তে, তখন হৃদয়কে আউট করেন ওমরজাই। তবে এরপরই তেড়ে যান হৃদয়ের দিকে, করে বসেন অশালীন মন্তব্য। যার ফলে আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২ দশমিক ৫ ভাঙেন তিনি।

বিপরীতে ট্রট ভাঙেন আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২ দশমিক ৮। যা আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধীতা করে এই শাস্তি পান তিনি। ঘটনাটি ঘটে বৃষ্টির বিরততে। অনফিল্ড আম্পায়াররা যখন পর্যবেক্ষণ করছিলেন তখন কোনো এক কারণে বেশ উত্তেজিত দেখায় ট্রটকে।

ম্যাচ শেষে অনফিল্ড আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভির আহমেদ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেলের অভিযোগ আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

দুজনই অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877