স্বদেশ ডেস্ক:
কেরানীগঞ্জের তৈলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি ওয়াটার বাস ডুবে গেছে। এতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওয়াটার বাসটি যাত্রী নিয়ে সদরঘাটের শ্যামবাজার ঘাট থেকে তৈলঘাটে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকজনকে সাঁতরে তীরে উঠতে দেখেছেন।