বুধবার, ১৫ মে ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে পাকিস্তানের টিম বাসে আক্রমণ হয়েছিল : দাবি আফ্রিদির

ভারতে পাকিস্তানের টিম বাসে আক্রমণ হয়েছিল : দাবি আফ্রিদির

স্বদেশ ডেস্ক:

রীতিমতো বোমা ফাঁটালেন শহীদ খান আফ্রিদি। পাকিস্তানি এই অলরাউন্ডার দাবি করলেন ভারতে আক্রমণের শিকার হয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ভারতকে হারিয়ে একটি ম্যাচে টিম হোটেলে ফেরার সময় এমন ঘটনা ঘটে বলে জানান আফ্রিদি।

ভারতের বেঙ্গালুরুতে ২০০৫ সালে স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচে ১৬৮ রানের বড় ব্যবধানে জয়ে পায় পাকিস্তান। সেই ম্যাচের পর স্টেডিয়াম ছেড়ে যাওয়া টিম বাসে হামলা করা হয়েছিল বলে দাবি করেন আফ্রিদি। পাকিস্তানের আরেক সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাকের সাথে আলাপকালে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি।

এই প্রসঙ্গে আফ্রিদি জানান জানান ভারতে ম্যাচ খেলা কতটা চাপের ছিল। তিনি বলেন, ‘সেখানে খেলা আমাদের জন্য একটা চাপের মুহূর্ত ছিল, আমরা ছয় এবং চার মারতাম কিন্ত কেউ আমাদের জন্য হাততালি দিত না।’

আলোচনার এক পর্যায় আফ্রিদি বলেন, ‘আব্দুল রাজ্জাকের যদি মনে থাকে, আমরা যখন বেঙ্গালুরুতে টেস্ট ম্যাচ জিতেছিলাম, তখন আমাদের বাসে পাথর ছোড়া হয়েছিল। সেখানে সবসময় চাপে থাকতে হতো। কিন্ত আপনার সেই চাপ উপভোগ করা উচিত।’

অতঃপর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ও চাপ মেনে নিয়ে ভারত বিশ্বকাপে পাকিস্তান দলের খেলা উচিত বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘অনেক খেলোয়াড়রা বলছেন, পাকিস্তান যেন ভারতে না যায়। কিন্ত আমি এর সম্পূর্ণ বিরোধী, আমি মনে করি আমাদের সেখানে গিয়ে ম্যাচ জেতা উচিত।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877