স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি’র সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান গ্রেফতার হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদক। পুলিশের নির্দেশে নিউইয়র্ক সিটির কুইন্সের স্থানীয় প্রিসিংকটে গেলে তাকে বুধবার (১২ জুলাই) বিকেলে আটক করা হয়।
জানা গেছে, বাংলাদেশ সোসাইটির সভায় হাতাতাতির ঘটনায় সোসাইটির কোষাধ্যক্ষ নওশেদ হোসেনের মামলার প্রেক্ষিতে তাকে পুলিশ আটক করেছে। নওশেদ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতিপূর্বে তার বাসায় গিয়ে তাকে পুলিশ প্রিসিংকটে দেখা করার কথা জানালে মহিউদ্দিন দেওয়ার বুধবার বিকেল ৭টার দিকে স্থানীয় প্রিসিংকটে গেলে তাকে গ্রেফতারের কথা জানানো হয়। তার পরিবারের পক্ষ থেকে জামিনের উদ্যোগে নেয়া হয়েছে। এদিকে তার ঘনিষ্টজন জানান, আজ বৃহস্পতিবার সকালে মহিউদ্দিন দেওয়ান অসুস্থবোধ করলে তাকে স্থানীয় একটি হাসাপাতালে নেয়া হয়। ফলে তার জামিন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সুস্থ অনুভব করছেন এবং বিকেলে তাকে কুইন্স কোর্টে নেওয়ার কথা বলে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে।
মহিউদ্দীন দেওয়ান গ্রেফতানের গ্রেফতারের ব্যাপারে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বর্তমানে বাফেলো সিটিতে অবস্থান করছি। তার গ্রেফতারের ব্যাপারে তিনি কিছু জানেন না।