মেষ রাশি : আপনার কাজে সহকর্মীরা হিংসা প্রকাশ করতে পারে । নানানভাবে আপনার উপর মানসিক চাপ বাড়বে, তাই শান্ত থাকুন। প্রেমে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা আছে, স্ত্রীর স্বাধীনচেতা স্বভাব সংসারে অশান্তি ডেকে আনবে।
বৃষ রাশি : আজ ব্যবসায় ফল ভালমন্দ মিশিয়েই পাবেন। তবে চাপ থাকায় পরিশ্রম বাড়ার কারণে শরীর কিছুটা অসুস্থ হতে পারে, সাবধানে চলাফেরা করুন।
মিথুন রাশি : ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন আজ প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। নিজের ভুল সংশোধন করে নিতে পারলে সংসারে শান্তি ফিরবে, নাহলে বিচ্ছেদ হতে পারে।
কর্কট রাশি : আজ সকালের দিকে কোনও কারণে মন অনেক চঞ্চল থাকতে পারে, উৎকণ্ঠিত বোধ করবেন। আজ সারা দিন কোনও ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন না। নিজের বুদ্ধিবলে শত্রুর মোকাবিলা করতে পারেন।
সিংহ রাশি : অযথা কারোর সাথে কোনো তর্কে যাবেন না, নানান সমস্যা আসতে পারে এড়িয়ে যান। সকল কাজে আপনি সুনাম পেতে পারেন। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা কিছুটা উপকৃত হতে পারেন।
কন্যা : হঠাৎ করে কেউ আজ আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারেন, তবে কোনো ভাবেই অফিসে ডুব দেবেন না, সমস্যা হবে। পাশে বসে থাকা কলিগটিও আপনার ক্ষতি করতে পারে।
তুলা : অধীনস্থ কোনো ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দূরের কোনো জায়গায় যাওয়া ঠিক হবে না। আপনার জন্য এখন রয়েছে অনেক বেশি আনন্দের সংবাদ।
বৃশ্চিক : কাজে অনেক বেশি অগ্রগতি হবে। নির্বাচন সংক্রান্ত কাজে এলাকায় যোগাযোগ রক্ষা করে চললে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে।
ধনু : অত্যন্ত ব্যস্ততার ভেতর দিয়ে দিনটি আজ কেটে যেতে পারে। আজ কোনো ধরনের ছোটখাটো কারণে দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সূত্রপাত হতে পারে।
মকর- চাকুরি ক্ষেত্রে আজকের দিনটি অনেক কর্মব্যস্ততার মধ্যে দিয়েই যাবে। উপার্জন ভাগ্য আজ সাধারণ থাকবে। ব্যবসা ক্ষেত্রে প্রভূত সফলতা পাবেন।
কুম্ভ- ব্যবসায় প্রভূত উন্নতি হওয়ার সম্ভবনা।আজ আপনার ভ্রমণে কোনও বাধা আসতে পারে। তবে সারা দিন প্রিয় কারও সঙ্গে থাকার জন্য বেশ আনন্দই পাবেন। খেলাধূলায় শুভ পরিবর্তন সম্ভব।
মীন- প্রেমের সম্পর্ক স্থিতিশীল থাকবে না । প্রতিবেশীর সঙ্গে আপনি কোনও বিবাদে যাবেন না, নাহলে পস্তাবেন। যাঁরা এই সময় গঠনমূলক কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে।