মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ হাজি

দেশে ফিরেছেন ৪৪ হাজার ৬৭ হাজি

স্বদেশ ডেস্ক:

চলতি বছর পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত দেশে ফিরছেন ৪৪ হাজার ৬৭ জন হাজি। আর মারা গেছেন ১০১ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্য অনুযায়ী, তিন এয়ারলাইন্সের মোট ১১৫টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন হাজিরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৬টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৪টি।

এছাড়া চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০১ জন হাজি মারা গেছেন। এর মধ্যে সর্বশেষ মঙ্গলবার (১১ জুলাই) মারা গেছেন তিনজন। এদের মধ্যে ৭৭ জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮৫ জন, মদিনায় পাঁচজন, জেদ্দায় একজন, মিনায় সাতজন, আরাফায় দু’জন এবং মুজদালিফায় একজন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877