বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিদেশিদের আসার পেছনে যে কারণ দেখছেন মির্জা ফখরুল

বিদেশিদের আসার পেছনে যে কারণ দেখছেন মির্জা ফখরুল

স্বদেশ ডেস্ক:

দেশে গণতন্ত্র নেই বলেই বিদেশিরা আসছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিদেশিদের নিয়ে কথা হচ্ছে, কেন বিদেশিরা আসছে? তারা বাংলাদেশের মানবাধিকার-গণতন্ত্র-নির্বাচন সম্পর্কে জানতে চায় এবং বুঝতে চায়। তারা তো অন্য কোথাও যায় না, এখানে আসে কেন? কারণ এখানে গণতন্ত্র নাই, এখানে নির্বাচন হয় না।’

দলের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমরা একটা অসম যুদ্ধে আছি। এই যুদ্ধটা হচ্ছে আমাদের দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার যুদ্ধ। এই লড়াইটা সত্যিকার অর্থেই আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ের জন্য সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে হবে।’

এদিকে, যুগপৎ আন্দোলন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। এর অংশ হিসেবে আজ গুলশান কার্যালয়ে গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠক করে তারা।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনে নতুন ডাক দেওয়া হবে। এর মাধ্যমে সমস্ত জাতিকে একসঙ্গে করে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে। সে জন্য ১২ জুলাই যৌথ ঘোষণা আসবে। দলগুলো নিজ নিজ জায়গা থেকে এক ঘোষণা দেবে।’

তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপির সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে।’

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতার উসকানি দিচ্ছে। বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি থেকে সরে আসার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877