বুধবার, ২১ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

নির্বাচনকালে পুলিশ কী ধরনের নিরাপত্তা দেবে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুলাই, ২০২৩

স্বদেশ ডেস্ক:

পুলিশ সদরদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সময় পুলিশ কেমন নিরাপত্তা দেবে তার বিষয়ে জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসানের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকটি হয়। পুলিশের আইজি এতে উপস্থিত ছিলেন না।
সোমবার বেলা পৌনে ৩ টার দিকে পুলিশ সদর দপ্তরে ইইউ’র ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করতে যান। বৈঠকটি ৪৫ মিনিট ধরে চলে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত আইজিপি কামরুল আহসান মানবজমিনকে জানান, ‘আসন্ন নির্বাচনে পুলিশ কী নিরাপত্তা দেবে তা প্রতিনিধি দল জানতে চেয়েছে।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, বৈঠকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইন ও বিধি অনুযায়ী নির্বাচনে দায়িত্ব পালন করবে তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ