সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

নিশোর সিনেমা দেখতে এসে শাকিবের প্রশংসায় মাহি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুলাই, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জার সিনেমা ‘সুড়ঙ্গ’। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। গতকাল শনিবার সন্ধ্যায় ছিল এই সিনেমার বিশেষ শো। যেখানে হাজির হন অগ্নি’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আয়োজনে ‘সুড়ঙ্গ’ দেখতে এসে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসা করলেন তিনি।

মাহির ভাষ্য, ‘ঈদের ছবিগুলো দারুণ হয়েছে। বিশেষ করে “প্রিয়তমা”। গল্প ও নির্মাণ অবাক হওয়ার মতো। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি- তারা একেক সময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনি করেছেন। এছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। আমি যে “ঈশ্বর” শিরোমানে গানটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার।’

‘সুড়ঙ্গ’র বিশেষ শো অনুষ্ঠানের একটি দৃশ্য
সিনেমার বিশেষ শোতে মাহি কথা বলেছেন নিশো-তমার ‘সুড়ঙ্গ’ নিয়েও। এসময় তিনি প্রশংসা করেন নিশোর সিনেমা নিয়েও। সঙ্গে যোগ করে বলেন, ‘ব্যক্তিগত কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর “সুরঙ্গ” দেখতে এসে মনে হয়েছে, এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরছি।’

মাহি আরও বলেন, ‘সন্তান হওয়ার পর আমার সবকিছু পাল্টে গেছে। জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে। আগের লাইফটা আগের মতো উপভোগ করতাম, এখনকার লাইফ এখনকার মতো উপভোগ করি। নতুন জীবনে নিজেকে মানিয়ে নিয়েছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ