বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৮২০, মৃত্যু ২ জনের

দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৮২০, মৃত্যু ২ জনের

স্বদেশ ডেস্ক:

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮২০ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৩ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ২১৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৫০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭৭৩ জন ঢাকায় এবং ৭২৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ জুলাই ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ১১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮ হাজার ৫৭৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫৪৪ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৯ হাজার ৫৪৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৬ হাজার ৭৫০ জন ঢাকার ও বাকি ২ হাজার ৭৯৯ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877