মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

বিএসএমএমইউ’র ১৫০০ অনাবাসিক চিকিৎসককে বকেয়া-ভাতা দিতে হাইকোর্ট নির্দেশ

বিএসএমএমইউ’র ১৫০০ অনাবাসিক চিকিৎসককে বকেয়া-ভাতা দিতে হাইকোর্ট নির্দেশ

স্বদেশ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের দেড় হাজার আনাবাসিক চিকিৎসককে বকেয়া বেতন-ভাতা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

একইসাথে ভাতা বৃদ্ধির জন্য যে চিঠি দেয়া হয়েছে তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব, বিশ্ববিদ্যালয়টির ভিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে আনা রিটের আইনজীবী অ্যাডভোকেট মো: মনির উদ্দিন আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, বিএসএমএমইউ’র আনাবাসিক চিকিৎসকদের ভাতা দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের গত ২৫ জুন চিঠি দেই। চিঠিতে বলা হয়, গণমাধ্যমে সংবাদ পড়ে জানতে পারি যে- বিএসএমএমইউ’র অনাবাসিক চিকিৎসকদের ৯ মাসের ভাতা বকেয়া রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভাতার সব টাকা দেয়া হয়েছে, অথচ বিএসএমএমইউ ভিসি বলেছে, তাদের কাছে কোনো তহবিল নেই। ফলশ্রুতিতে অনাবাসিক চিকিৎসকরা মানবেতর জীবন-যাপন করছেন। অবস্থা বিবেচনা করে অনাবাসিক চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ সব বকেয়া ভাতা পরিশোধের আবেদন জানানো হয়। কিন্তু আবেদনে সাড়া না পাওয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিটটি তিনি দায়ের করেন।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877