বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

ঢাকায় ফিরেই ছিনতাইকারীর হাতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

ঢাকায় ফিরেই ছিনতাইকারীর হাতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

স্বদেশ ডেস্ক:

স্ত্রী আর দুই সন্তানের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন তেজগাঁও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য মো. মনিরুজ্জামান। ছুটি কাটিয়ে গতকাল ভোরে ট্রেনে করে ঢাকায় ফেরেন তিনি। তবে এই ফেরাই হয়ে দাঁড়ালো তার জীবনের শেষ ফেরা। পুলিশ জানায়, মনিরুজ্জমান ঈদের ছুটি কাটিয়ে শেরপুর থেকে ঢাকায় ফেরেন। ট্রেন থেকে নামেন তেজগাঁও রেলওয়ে স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে ডিসি অফিসের ব্যারাকে যাচ্ছিলেন তিনি। তখনই ফার্মগেটের সেজান পয়েন্টে দুর্বৃত্তদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীদের বাধা দেন মনিরুজ্জামান। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত ও ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে মনিরুজ্জামানকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার ডিউটি অফিসার জানান, ভোর সোয়া ৪টার দিকে ৯৯৯ থেকে কল করে জানানো হয় এক পুলিশ সদস্য আহত অবস্থায় রাস্তায় পড়ে আছেন।

পরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম মানবজমিনকে জানিয়েছেন, নিহত মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক অফিসের ব্যারাকে থাকতেন। তার দুই ছেলের মধ্যে একজনের বয়স মাত্র ৩ বছর আর আরেকজনের বয়স ৫ বছর। তার পরিবারের উপার্জনক্ষম তিনি একাই। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, ছিনতাইকারীরা তার টাকা, মোবাইল নিতে চেয়েছিল। কিন্তু সে নিতে দেয় নাই। পরে তাকে ছুরিকাঘাত করা হয়। তবে ছিনতাইকারীদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877