শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

কাল আসছেন মার্তিনেজ, কী করবেন ঢাকায়

কাল আসছেন মার্তিনেজ, কী করবেন ঢাকায়

স্বদেশ ডেস্ক:

৩৬ বছরের খরা কাটিয়ে কাতারে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। সাত গোল দিয়ে দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তবে অবিশ্বাস্য কিছু সেভে আর্জেন্টিনার জাল অক্ষত রাখা এমিলিয়ানো মার্তিনেজের অবদানও কম নয়। বিশ্বকাপের সময় তাইতো মেসির সঙ্গে মার্তিনেজকে নিয়েও সমর্থকদের ছিল তুমুল আগ্রহ। বাংলাদেশেও এই গোলরক্ষকের জনপ্রিয়তা অনেক। এবার সেই মার্তিনেজকে স্বচক্ষে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ভক্তরা। আগামীকাল সোমবার ঢাকায় পা রাখবেন তিনি।

গত সোমবার এক ফেসবুক পোস্টে মার্তিনেজ নিজেই বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন,‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় উপমহাদেশে ৩ জুলাই ২০২৩ আমার যাত্রা শুরু হবে। বাংলাদেশে পা দেওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু হবে। যেখানে আমি ফান্ডেডনেক্সট এবং নেক্সট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তার সুযোগ পাব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।’

মার্তিনেজ আরও লেখেন, ‘বাংলাদেশে দেখাসাক্ষাৎ ও শুভকামনা বিনিময়ের পর আমি কলকাতায় যাবো। সেখান থেকে ভারতে আমার আড়াই দিনের যাত্রা শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখবো ও অভিজ্ঞতা হবে।’

ভারতীয় উপমহাদেশে এই সফরের সুযোগ করে দেওয়ার জন্য কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মার্তিনেজ। মূলত, শতদ্রু দত্ত মার্তিনেজকে কলকাতায় আনার জন্য যোগাযোগ করেন। পরে মার্তিনেজই কলকাতার আগে ঢাকায় আসার ইচ্ছা শতদ্রুর কাছে প্রকাশ করেন।

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা ছিল চরমে। আর্জেন্টিনার শিরোপাজয়ে বাধভাঙা উচ্ছ্বাস হয়েছে ঢাকাসহ পুরো দেশে। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনেরও। এই উন্মাদনা নিয়ে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রচার তো হয়েছেই, ফুটবল ফেডারেশনও পোস্ট দিয়েছে বাংলাদেশি সমর্থকদের নিয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877