রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

সৃজিতের সঙ্গে হাসপাতালে মিথিলা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

স্বদেশ ডেস্ক:

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অসুস্থ। সম্প্রতি তার একটি পোস্ট থেকেই এমন খবর ছড়িয়ে পড়ে। অনেকেই তার আরোগ্য কামনা করেছেন। স্বামীর অসুস্থতার খবর শুনে বাংলাদেশ থেকে কলকাতায় ফেরেন সৃজিতের স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বুধবার স্বামীকে নিয়ে হাসপাতালে যান তিনি।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মঙ্গলবার একটি পোস্ট করে জানান, আগামী ছবির প্রিপ্রোডাকশনের কাজে ব্যস্ত তিনি, হাতে একের পর এক প্রোজেক্ট। এরই মাঝে বুধবার সকালে ফেসবুকে পরিচালক লেখেন- ‘ভেবেছিলাম আজও অন্যান্য দিনের মতো কাজে যাব, কিন্তু হৃদয়ে পরিবর্তন এল’।

সৃজিতের ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকেই শোরগোল ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরিচালকের এই পোস্টের মন্তব্য কেউ লেখেন, ‘সাবধানে থেকো। নিজের যত্ন নাও’, কেউ কেউ জানতে চান ‘কী হয়েছে?’, বেশিরভাগ সকলে যত্ন নেওয়ার কথা বললেও কেউ কেউ আবার মশকরাও করেছেন। তবে এই পোস্ট থেকেই নেটপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে সৃজিতের অসুস্থতা নিয়ে। চিন্তায় পড়ে যান অনুরাগীরা।

বেশ কয়েকদিন ধরেই কলকাতায় ছিলেন না সৃজিত স্ত্রী মিথিলা। মেয়েকে নিয়ে জেনেভায় গিয়েছিলেন। তারপর সেখান গিয়েছিলেন বাংলাদেশে। বুধবার কলকাতায় ফিরেছেন মিথিলা।

মিথিলা জানান, হঠাৎ শরীরে অস্বস্তি বোধ করায় চিকিৎসকের পরামর্শ নেন সৃজিত। তখনই তাকে কিছু পরীক্ষা করানোর নির্দেশ দেন চিকিৎসক। সেই টেস্ট করাতেই বুধবার মিথিলার সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন সৃজিত। তবে এখন তিনি ভালো আছেন। চিন্তার কোনো কারণ নেই।’

সৃজিতের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরই বুধবার বিকেলে ফের একটি পোস্ট করেন পরিচালক। সেই পোস্টে তিনি লেখেন- ‘আপনাদের শুভ কামনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চিকিৎসক জানিয়েছেন, আমার ফেসবুক আর টুইটার হ্যান্ডেল ব্লকে ভরা হলেও আমার হার্টে কোনো ব্লক নেই’। সৃজিতের পোস্ট দেখে স্বস্তি পান ফ্যানেরা। প্রায় সবাই তাকে সাবধানে থাকার পরামর্শ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ