স্বদেশ ডেস্ক:
ঢালিউড সুপারস্টার কিং খানকে ফোন করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। আজ বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান।
এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। একই সঙ্গে মুক্তি পাচ্ছে অভিনেতা মাহফুজ আহমেদ অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। একই ঈদে দুই তারকার সিনেমা মুক্তিকে কেন্দ্র করে এই সৌজন্য সাক্ষাৎ।
মাহফুজ আহমেদের সিনেমার জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।’
এর আগে ‘প্রহেলিকা’ সিনেমার এক সংবাদ সম্মেলনে শাকিবের প্রশংসা করেন মাহফুজ। সে সময় তিনি বলেছেন, ‘শাকিব খান শুধু নায়ক নন, অনেক বড় একজন অভিনেতা। দুটি জিনিসের সমন্বয়ের অভাব আছে আমাদের। কেউ অভিনয় পারলে নায়কোচিত না, আবার নায়কোচিত হলে অভিনয় পারেন না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা এবং নায়ক।’
শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’য় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। অন্যদিকে মাহফুজ অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী।