শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

পারকিনসন প্রস্টেটের ওষুধ ঠেকাচ্ছে……!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক: গবেষকদের কথায়, প্রস্টেটের বৃদ্ধি প্রতিহত করার ওষুধ পারকিনসন রোগ ঠেকাতে খুব ভালো কাজ দিচ্ছে। যে ওষুধটির কথা গবেষকরা বলছেন, তার নাম টেরাজোসিন। ওষুধটি মূত্রথলি ও প্রস্টেটের পেশিকে শিথিল রাখতে সাহায্য করে। মেডিক্যাল সায়েন্সে এমন চমত্কারিত্ব অতীতেও ঘটেছে! ভায়াগ্রা যেমন। যৌনবর্ধক ওষুধ হিসেবে চিহ্নিত হলেও, আসলে ভায়াগ্রা তৈরি হয়েছিল হার্টের চিকিৎসার কথা ভেবে। এ বার আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি দাবি করে, পুরুষদের প্রস্টেট বৃদ্ধির চিকিত্সায় ব্যবহৃত ওষুধ পারকিনসন রোগেও দারুণ কাজ দেয়। গবেষকদের কথায়, প্রস্টেটের বৃদ্ধি প্রতিহত করার ওষুধ পারকিনসন ঠেকাতে খুব ভালো কাজ দিচ্ছে। যে ওষুধটির কথা গবেষকরা বলছেন, তার নাম টেরাজোসিন। ওষুধটি মূত্রথলি ও প্রস্টেটের পেশিকে শিথিল রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে (বিশেষত ৫০ ঊর্ধ্ব) দেহের হরমোনেও কিছু কিছু পরিবর্তন হয়ে থাকে। হরমোনের এই পরিবর্তনকেই প্রস্টেট গ্রন্থির বৃদ্ধির (বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট) কারণ হিসেবে গণ্য করা হয়।
গবেষণায় দেখা গিয়েছে, প্রস্টেটের ওষুধ খেলে, পিজিকে নামে বিশেষ একপ্রকার এনজাইম সক্রিয় হয়ে ওঠে। ওই উত্সেচকটি পারকিনসনসে আক্রান্ত মস্তিষ্কের কোষগুলিকে সুরক্ষা দেয়। এই পারকিনসন রোগ হল এক প্রকারের নিউরো-ডিজেনারাটিভ বা স্নায়বিক রোগ বা স্নায়ু-অধঃপতনজনিত রোগ। রোগটি বিভিন্ন নামে পরিচিত। পারকিনসোনিসম বা প্যারালাইসিস এজিট্যান্স বা শেকিং পালসি। এর মধ্যে সবচেয়ে পরিচিত নিউরো-ডিজেনারাটিভ রোগের মধ্যে দ্বিতীয়। এই রোগের প্রাথমিক বৈশিষ্ট্য হল, স্নায়ুতে প্রিসাইনাপ্টিক প্রটিনের জমা হওয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ