স্বদেশ ডেস্ক:
অবশেষে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের অবস্থান সম্পর্কে জানা গেছে। রাশিয়ায় সেনাবিদ্রোহের ব্যর্থ চেষ্টার পর বেলারুশে আশ্রয় নিয়েছেন তিনি। বেলারুশের রাষ্ট্রপ্রধান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডয়চে ভেলের।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশটির স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জানান, ওভাগনার বাহিনীর প্রধান প্রিগোজিন বেলারুশে পৌঁছেছেন। গত শুক্রবার রুশ সেনাবাহিনীর নেতৃত্বের পতনের হুঁশিয়ারি দেন প্রিগোজিন। যদিও ২৪ ঘণ্টার মধ্যে বেলারুশ নেতা লুকাশেঙ্কোর মধ্যস্থতায় তা আপোষ হয়।
বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর প্রিগোজিনের কোথায় আছেন- তা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়। বিশেষজ্ঞদের একাংশের ধারণা ছিল, তিনি রাশিয়াতেই গা ঢাকা দিয়েছেন। তবে মঙ্গলবার বিকেলে বেলারুশের প্রেসিডেন্ট স্বয়ং জানান, ওভাগনার প্রধান বেলারুশে পৌঁছেছেন। একটি বিজনেস জেটে রোস্তভ-অন-ডন থেকে মিনস্কে পৌঁছেছেন ওয়াগনার প্রধান।
এর আগে দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে লুকাশেঙ্কো জানিয়েছিলেন, ওভাগনার সেনা এবং তাদের সেনাপ্রধান যদি বেলারুশে যান, তাহলে তা বেলারুশের সামরিক শক্তি আরও বাড়াবে।